নিউজ প্রতিদিন ডটনেট: কুতুবপুর ইউনিয়ন বাসীর জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলমের উদ্যোগে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহী মহল্লা মোহাম্মদীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে বিভিন্ন বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করবেন। বিশেষ করে হৃদরোগ, ডায়াবেটিস, শিশু, নারী ও চর্মরোগ সংক্রান্ত চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়া হবে।
এ প্রসঙ্গে আয়োজকরা জানান, আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম সবসময় মানব কল্যাণ মূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছেন। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ তার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
এলাকাবাসীর পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। স্থানীয়রা বলেন, সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া এখনো অনেক কঠিন বিষয়, সেখানে মোহাম্মদ শাহ্ আলমের মতো নেতার এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা তার দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।








