নিউজ প্রতিদিন ডটনেট : সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়নগঞ্জ আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর মঞ্জরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়। এদিন পৃথক প্রজ্ঞাপনে আরও ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার।
শহরের জামতলা এলাকার বাসিন্দা, শরীয়তপুর জেলার সখিপুর থানার কাচিকাটা ইউনয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল । জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং আতিস দিপংকর বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করে ২০০৭ সালে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে যুক্ত হন। তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ আদালতে দক্ষতার সহিত আইনপেশায় দায়িত্ব পালন করে আসছেন এবং ২০১২-১৩ সালে সমিতির কার্যনির্বাহী সদস্য ও ২০১৩-১৪ সালে সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবতীতে ২০১২ সালে সুপ্রিম কোট আইনজীবী সমিতিতে যোগদান করে দক্ষতার সহিত আইনপেশায় দায়িত্ব পালন করে আসছেন ।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি।








