নিউজ প্রতিদিন ডটনেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফতুল্লায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনীত প্রত্যাশী, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে ফতুল্লার বিভিন্ন ইউনিয়নে এ দোয়ার আয়োজন করা হয়।
ফতুল্লার ৩টি ইউনিয়ন ও জেলা ছাত্রদলের অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিল গুলোতে অংশ নেন নানা বয়সের মুসল্লি, স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। প্রতিটি স্থানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামের প্রতীক; তাঁর সুস্থতা কামনা করা সকলের দায়িত্ব ও কর্তব্য।
এই দোয়া মাহফিলে আগত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে আন্তরিকভাবে দোয়া করেন।








