মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে মোহাম্মদ শাহ আলমের শুভেচ্ছা

41

নিউজ প্রতিদিন ডটনেট : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা বাসীসহ সবাইকে আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম।

১৫ ডিসেম্বর (সোমবার) গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ শাহ আলম বলেন, আজকের এ দিনে আমি স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অন্যতম নেতৃত্বদানকারি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং বীরাঙ্গনা মা-বোনদের। তাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয় আমাদের বাংলাদেশ। আমরা যেন তাদেরকে কখনও ভুলে না যাই। প্রজন্ম থেকে প্রজন্ম যেন এ মুক্তিযুদ্ধের চেতনাই বেড়ে উঠে এ কামনা করি।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে আরো বলেন, আজকে এই দিনে সবার প্রতি আমার আহ্বান থাকবে, আসুন বিজয়ের এ দিনে সকল অপশক্তিকে রুখে দিয়ে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে নতুন একটি সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলি। মহান বিজয় দিবস উপলক্ষে আমি নারায়ণগঞ্জ-৪ ফতুল্লাবাসীসহ গোটা দেশবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।