নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী ফেরি দুর্ঘটনায় নিহত মাসুদের পরিবারের খোঁজ ও কবর জিয়ারতে মাওলানা আবদুল জব্বার।
২০ ডিসেম্বর শনিবার রাত ৯টায় বক্তাবলী ফেরি দুর্ঘটনায় নিহত হন বক্তাবলীর গোপালনগর গ্রামের আতাবর সরদারের একমাত্র ছেলে মাসুদসহ তিন জন।
২১ ডিসেম্বর বাদ আছর তাদের কবর জিয়ারত করেন ও নিহত মাইয়্যেতের পরিবারের পরিবারের কাছে যান মাওলানা আবদুল জব্বার।
এসময় নিহতের মা, বাবা, স্ত্রী সহ তার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হারানোর মাধ্যমে যে ক্ষতি হলো তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সুষ্ঠু তদন্তের আহ্বান করেন। পরে গোপালনগর কবরস্থানে নিহতের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য গতকালের বক্তাবলী ধলেশ্বরীতে ফেরি থেকে ট্রাক সহ ৫ টি যান পানিতে পরে গেলে এই দূর্ঘটনা সংগঠিত হয়।
ঘটনার বিবরণে জানা যায় নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় বক্তাবলী ফেরি ঘাটে মাঝ নদীতে ফেরি থেকে পানিতে পড়ে গেছে ট্রাক সহ পাঁচটি যানবাহন। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরী মাঝনদীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রফিক, ভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ। স্থানীয়রা জানান, বক্তাবলী ফেরি ঘাটের পুর্ব পাশ এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝ নদীতে আসে। এসময় হঠাৎ করেই ফেরীতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। সেই সাথে সামনের দিকে যেতে থাকে।
এসময় সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি সহ পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলো।
এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতের পক্ষ থেকে নিহতদের জন্য মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনার পাশাপাশি পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।








