নিউজ প্রতিদিন ডটনেট : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম।
এক শোকবার্তায় মোহাম্মদ শাহ আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আজ এক গভীর শূন্যতা নেমে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন।
২০০৮ সালে তিনিই আমাকে রাজনীতির অঙ্গনে নিয়ে এসেছিলেন। সেই সময় থেকে তাঁর স্নেহ, যত্ন ও সম্মান আমার জীবনে ছিল এক নির্ভরতার স্তম্ভ— যা আমাকে সাহস দিয়েছে, আশ্বস্ত করেছে এবং সামনে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে।
তাঁর আপসহীনতা, দৃঢ়তা, নৈতিকতা ও অসীম শক্তি আমার রাজনৈতিক পথচলার মূল দিকনির্দেশক হয়ে থাকবে। সংগ্রামের মাঝেও আদর্শে অটল থাকার শিক্ষা আমি তাঁর কাছ থেকেই পেয়েছি।
তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন—
তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, ত্যাগ, সাহস ও দীর্ঘ সংগ্রামের এক জীবন্ত ইতিহাস।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আল্লাহই সর্বশক্তিমান-আমিন।








