রূপগঞ্জে গুলিভর্তি পিস্তলসহ সন্ত্রাসী আটক

691

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গুলিভর্তি বিদেশি পিস্তলসহ রাজু মিয়া (৩৩) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ মে) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার মাসাবো কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাজু মিয়া উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, রাজু মিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। এ ঘটনায় মামলা শেষে রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।