নারায়ণগঞ্জে একটি ভোজ্য তেল কারখানায় অগ্নিকাণ্ডে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার বিকালে জেলার সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢামেকে কারখানার সহকারী ম্যানেজার ইজাবুল হক সাংবাদিকদের বলেন, বিকাল ৩টার দিকে শ্রমিকরা কারখানায় কাজ করছিলেন। এ ছাড়া কারখানার ভেতরে সংস্কারের জন্য ওয়েলডিংয়ের কাজ চলছিল। এ সময় আগুনের একটি ফুলকি এসে তেল তৈরির মেশিনের ওপর পড়ে। মুহূর্তেই তা কারখানার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
তিনি আরো বলেন, আগুনে ফয়সাল, রানা, আব্দুল হাই, মাহাবুব, হুময়ুন কবির, মাসুদুর রহমান ও মোতালেব দগ্ধ হলে প্রথমে তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেকে আনা হয়।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ প্রতীম শংকর গণমাধ্যমকে বলেন, সাতজনের শরীরের বিভিন্নস্থানে আগুনে ঝলসে গেছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।