নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাবিলগঞ্জ এলাকায় র্যাব-১১’র সিপিসি-১’র অভিযানে ১ শ ৮২ বোতল ফেন্সিডিলসহ সেলিম (৪২) নামের এক মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।
উপজেলার কাবিলগঞ্জ এলাকায় ফেন্সি সেলিম নামের এক ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে ঐ এলাকায় মাদক বিরোধী অভিযান চলমান থাকলেও ফেন্সি সেলিম সুকৌশলে ধরা ছোয়ার বাহিরে থেকে যায়। কিন্তু র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এবং ১৪ জুন ২০১৬ তারিখ রাত সাড়ে ১২ টায় র্যাব-১১, সিপিসি-১’র নারায়ণগঞ্জ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আসামীর বসত ঘরে মাদক (ফেন্সিডিল ও বিয়ার) ক্রয় বিক্রয় করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইপূর্বক র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি শাহ্ শিবলী সাদিক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সু-কৌশলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪/০৬/২০১৬ তারিখ ০১.৩০ ঘটিকার সময় ১৮২ বোতল ফেন্সিডিল এবং ১৯ ক্যান বিয়ারসহ আসামী মোঃ সেলিম (৪২), পিতা-মৃত নরুল ইসলাম, সাং-কাবিলগঞ্জ, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করেন। আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করে আসতেছিল। উদ্ধারকৃত মাদক (ফেন্সিডিল ও বিয়ার) এর আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার ৮ শ (এক লক্ষ ষাট হাজার আটশত) টাকা। আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।