হাইকোর্টের নির্দেশ অমান্য ১২ হাজার গ্রেপ্তার

49

হাইকোর্টের আদেশ অমান্য করে সারা দেশে ১২ হাজারের বেশি মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর একটি মাদ্রাসায় জমিয়তে উলামায়ে বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

বিএনপি নেতা বলেন, দেশে বর্তমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজমান। একের পর এক গুপ্তহত্যার ঘটনা ঘটলেও পুলিশ এসব ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিএনপির মহাসচিব বলেন, জঙ্গি দমনের নামে পুলিশ বিনা পরোয়ানায় বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে। দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মির্জা আলমগীর বলেন, কয়েকদিন হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন যে বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। অথচ তারা এই ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে সম্পূর্ণ বিনা পরোয়ানা। এর মধ্যে তাদের ভাষায় ১৩৫ জন জঙ্গি খুঁজে পেয়েছে। ১২ হাজার মানুষ কারা? তারা ধর্মপ্রাণ মানুষ, ইমান-আকিদায় বিশ্বাস করে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তাদের বিশেষ অভিযান।