একটি গোষ্ঠী এ দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করতে চায়-এড. আনিসুর রহমান দিপু

67

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু বলেছেন, কিছু গোষ্ঠী শান্তির ধর্ম ইসলামকে সন্ত্রাসী ধর্মে পরিনত করতে চায়। ইসলামের নাম ব্যবহার করে নিরিহ মানুষকে হত্যা করে এ দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। এসব জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে পরিচিত করতে যারা চেষ্টা করছে তাদের সে চেষ্টাকে সফল হতে দেয়া যাবে না। যারা এসব ঘৃনিত কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি জঙ্গিদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির আহবান জানান। সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দাবি জানিয়ে, দিপু বলেন, সাংবাদিকরা এ সমাজের আয়না। তাদের কাছে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। সমাজের অনিয়মকে সঠিক ভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
বিশেষ অতিহিসেব বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল বলেছেন, সাংবাদিকরা এ সমাজের বিবেক, সমাজের অনৈতিক কর্মকান্ড সাংবাদিকদের সঠিক লিখনির মাধ্যমে তুলে ধরতে হবে। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে এ সমাজ থেকে সব ধরনের অপরাধ দ্রুত নির্মূল হবে। সন্ত্রাসী, জঙ্গিদের ব্যাপারে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, সন্ত্রাসী ও জঙ্গিরা সব সময় নাশকতা চালাতে তৎপর থাকে। আমরা একটু সর্তক হলে তাদের যে কোন ধরনের অপ-তৎপরতা প্রতিরোধ-প্রতিহত করা সহজ হবে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হক, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ূন কবির, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, নারায়নগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শরিফউদ্দিন সবুজ, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আর টিভির জেলা প্রতিনিধি সোহেল, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, সহ-সভাপতি রুহুল আমিন প্রধান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রতিষ্ঠাতা সদস্য এসএম বাবুল, এ আর মিলন,এমএস মতিন, এড, মশিউর রহমান শাহিন, পম আজিজ, রিয়াদ মো. চৌধুরী, রফিক হাসান, আরিফ হোসেন, সহিদুল ইসলাম, মাহবুবুর রহমান খোকা, মনির হোসেন, আবুল কালাম আজাদ, জুয়েল হোসেন, মাসুদ আলী, এড. সুমন মিয়া প্রমুখ ।