মানব রুপি পশু ==========সাঈদ দেলোয়ার

139

মানব রুপি পশু তরা
বাঁচতে দিলিনা আমায়,
দেহের প্রতি লালসাে তোদের
বিরোপ করিস জামায়।

সন্ধ্যা লগ্নে পেয়ে একা
জানোয়ারের মত দিলি ঝাফ,
কত আকুতি মিনতি করিলাম
তোদের ধারে করলিনা আমায় মাফ।

আমার দেহের প্রতিটি অঙ্গ
হিংস্র হয়ে করলি তরা ভোগ,
তোদের হাতের নখের ধারা
ছিন্ন ভিন্ন করলি আমার বুক।

আমার গায়ের জামা খানা
ছিড়ে ছিড়ে ফেললি দূর,
সমস্ত অঙ্গ করলি খালী
ফেলে দিলি করে দেহ নিথুর।

কাক ডাকা ভোর বেলা
দেখবি তরা আমায়,
আমি যে নারী লজ্জা হীনতায়
পড়ে আছি জংলার নামায়।

মানব রুপি পশু তরা
বলে যাই সমাজের ধারে,
অসহায় নারী ধর্ষণ শেষে খুন
নরোপশু করতে না পরে।