বক্তাবলি ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার রাসেলের বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরনে অনিয়ম-পার্ট-১

312

বক্তাবলি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার রাসেল চৌধুরীর বিরুদ্ধে ভিজিএফ কার্ড বিতরনে  অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত দুস্তদের পরিবর্তে বিগত নির্বাচনে যারা তার পক্ষে নির্বাচন করেছে তারাই নিজেদের মধ্যে ভিজিএফ কার্ড ভাগ ভাটোয়ারা করে নিয়েছে। রামনগর গ্রামের অনেক দুস্ত অসহায় লোকজন কে ব্যাগ নিয়ে শুন্য হাতে ফিরে আসতে দেখা গেছে।তাদের একজন রামনগর গ্রামের মৃত ছোয়াব আলীর পুত্র লিয়াকত আলী জানায়,আমি ভিজিএফ কার্ড না পেয়ে রাসেল মেম্বারের একান্ত কর্মী বিএনপি নেতা মিছির আলীর কাছে গেলে সে আমাকে কার্ড না দিয়ে ইউনিয়ন পরিষদে চাল আনতে যেতে বলে, পরিষদে গিয়ে চাউল নেওয়ার পর আমার কাছে কার্ড চায়, না দিতে পারায় চাল রেখে দেয় তাই শুন্য হাতে ফিরে আসি,একই গ্রামের মৃত মনুর উদ্দিনের বউ জানায়,নির্বাচনে তালা মার্কায় সদর উদ্দিনকে ভোট দেওয়ার কারনে আমাকে স্লিপ দেয় নাই,তাই আমি পরিষদে গিয়ে চেয়ারম্যান থেকে শ্লিপ নিয়ে মাল আনছি। এ গ্রামের খালেদা জানায় প্রতিবারই একলাই এক স্লিপের মাল পাই এ বছর দুজন কে ভাগ করে দিয়েছে। রামনগর গ্রামের অনেক দুস্থ,অসহায় ব্যক্তিরা জানায়,আমরা রাসেল মেম্বার কে ভোট না দেওয়ায় আমাদের ভিজিএফ কার্ড দেয়নি।তারা অভিযোগ করে বলেন, রাসেল মেম্বার তার কর্মী বিএনপি নেতা মিছির,ইসমাইল,আলী হোসেন,আবুল,আক্তার,নুর হোসেন আওয়ামীলীগ কর্মী নজরুলের মাধ্যমে ভিজিএফ কার্ড বিতরনের কারনে প্রকৃত দুস্থদের না দিয়ে নিজেদের আত্নীয় স্বজনদের মাঝে ভাগ করে দিয়েছে।গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী রাসেল ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সদর উদ্দিন প্রতিদ্বন্ধিতা করেন।নির্বাচনে যে সমস্ত আওয়ামীলীগের কর্মী সমর্থক সদর উদ্দিনের পক্ষে কাজ করেছে তাদের কে ভিজিএফ কার্ড দেয়নি।