পূর্নগঠন হচ্ছে নারায়ণগঞ্জ আ’লীগ

170

আব্দুর রহিমঃ ক্ষমতাসীন দলের রাজনীতি নতুন করে সক্রিয় হতে শুরু করেছে। আওয়ামী লীগের জেলা ও মহানগর কমিটির তালিকা দলের কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে জমা দেয়া হয়েছে অনেক ধরে। এ ছাড়া দলের অঙ্গ সংগঠনগুলো নতুন করে সাজানোর প্রক্রিয়াও শুরু হবে আগামী কিছু দিনের মধ্যে। প্রক্রিয়াধীন রয়েছে জেলা যুবলীগের কমিটি গঠনের বিষয়টি। এছাড়া যুবলীগের শহর কমিটি থাকলেও দীর্ঘদিন ধরে এ কমিটি হওয়ায় নেতাকর্মীরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পরেছে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হওয়ার পর শহর কমিটি ভেঙ্গে মহানগর কমিটি গঠনের বিষয়টি নিয়ে কোন উদ্যোগ নেয়া না হলেও আগামী কিছু দিনের মধ্যে এ নিয়ে কাজ শুরু হবে বলে শহর যুবলীগের এক শীর্ষ নেতা নিশ্চিত করেছে। ইতোমধ্যে ছাত্রলীগের নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের জেলা কমিটিও যে কোন সময় ঘোষণা করা হবে বলে ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে। এছাড়া কৃষক লীগ, স্বেচ্ছা সেবক লীগকে নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানাগেছে। তবে বিগত সময়ের তুলনায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় রয়েছে। আর এ ধারাবাহিকতা ধরে রাখতে হলে কমিটিগুলো নতুন করে সাজানোর মধ্যদিয়ে নতুন নেতৃত্ব তৈরী করতে হবে। অন্যথায় পূর্বের ন্যায় আবারো নিস্ক্রীয় হয়ে পরবে ক্ষমতাসীন দলের রাজনীতি। সূত্রমতে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি বিগত যে কোন সময়ের তুলনায় সক্রিয় ভূমিকা পালন করছে। কমে এসেছে নারায়ণগঞ্জ ও মহানগর আওয়ামী লীগের দীর্ঘদিনের বিরোধ। দীর্ঘদিন ধরে যারা যে সমস্ত নেতা বিপরীত মুখী রাজনীতি করে করেছে সে সমস্ত নেতাদের এখন এক মাঞ্চে এসে নানা ধরনের রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে দেখা যাচ্ছে। এছাড়া ঈদেও আগে মহানগর আওয়ামী লীগের সভাপতির ব্যাক্তিত ইফতার মাহফিল থেকেও জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা দল গুছানোর কথা বলেছিরেন। দলীয় নেতাকর্মীকে চাঙ্গা করে তুলতে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলীয় কর্মকান্ডে নেতাকর্মীদের সম্পৃক্ত করতে বিভিন্ন ধরনের কর্মকান্ডের পাশাপাশি নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটির তালিকা দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেয়া হয়েছে। যে কোন সময় জেলা ও মহানগর কমিটির ঘোষণা আসতে পারে। মূল দলের পাশাপাশি ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনগুলোও নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা যুবলীগকে নতুন করে সাজানো পরিকল্পনা চলছে। যুবলীগের শহর কমিটি নতুন করে মহানগরে রুপান্তরিত করতে অল্প কিছুদিনের মধ্যে মাঠে নামবে বলে শহর কমিটির সভাপমি সাহাদাৎ হোসেন সাজনু বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের নতুন করে সংগঠিক করার পর মহানগর কমিটি গঠন করা হবে। জেলা ছাত্রলীগ সফল ভাবে তাদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার পর নতুন করে মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় আগামীতে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জেলা ছাত্রলীগের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। তবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে ছাত্রলীগই সব সময় রাজপথে সক্রিয় ভুমিকা পালন করেছে। আর এ কারণে ছাত্রলীগের কর্মকান্ডে স্থানীয় ও কেন্দ্রীয় নেতা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সন্তুষ্টু। তবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে চাঙ্গা রাখতে হবে দলকে নতুন করে পূর্নগঠন ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে হবে বলে মনে করছেন বোদ্ধা মহল।