পুলিশ সোর্স শিপুর সহযোগীতায় দিপু-অপুর মাদক ব্যবসা তুঙ্গে – পুলিশ নীরব

296

দিপু, অপু ও শিবু তিন ভাই। এক ভাই শিপু ফতুল্লা পুলিশের প্রভাবশালী সোর্স। দিপু এখন ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন। অপর ভাই অপু মাদক ব্যবসায়ীদের শেল্টাদাতা এবং মাদক সেবী। আর এই তিন ভাই-ই নিয়ন্ত্রণ করছে ফতুল্লার লালখাঁ, তক্কার মাঠ ও ফতুল্লা পাইলট স্কুলের পূর্বপাশের মাদক ব্যবসা। পুলিশ সোর্স শিপুর সহযোগীতা নিয়ে অপর দুই ভাই দিপু ও অপু মদক ব্যবসায় জড়িয়ে পরেছে এমন অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এই তিন ভাই এলাকায় মাদক ব্যবসা করলেও রহস্যজনক কারণে থানা পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ রয়েছে, দিপু মাদক ব্যবসায়ী হওয়ার পর তর ব্যবসার পরিধি খোঁজপাড়া এলাকায়ও ছড়িয়ে দিয়েছে। আর এসব সম্ভব হচ্ছে দিপুর ভাই পুলিশ সোর্স শিপুর বদৌলতে। এই মদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপার ও র‌্যাব প্রধানের সহযোগীতা কামনা করেছে এলাকাবাসী।
বিভিন্ন সূত্রে জানাগেছে, দিপু ডায়াগনোষ্টিক সেন্টারের ব্যবসা ছেড়ে দিয়ে দিপু মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। দিপুর ছোট ভাই ফতুল্লা থানা পুলিশের প্রভাবশালী সোর্স শিপুর মাধ্যমে দিপু মাদক ব্যবসায় জড়িয়ে পরেছে। প্রায় অর্ধশত সেলসম্যান নিয়ে মাদক ব্যবসা চালাচ্ছে দিপু। খোঁজপাড়া এলাকার যুবদল নেতা মুসলিশের সাথেও তার সখ্যতা রয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, মুসলিমও মাদক ব্যবসার শেল্টারদাতা। অফরদিকে, পুলিশ সোর্স শিপুর মাধ্যমে দিপু অন্যান্য মাদক ব্যবসায়ীদের পুলিশ দিয়ে হয়রানী করে দিপুর পথ পরিস্কার রাখছে বলে স্থানীয়দের অভিযোগ। শিপু ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ ও এএসআই কামরুলের সোর্স হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, শিপুর কারণে অপরাধী থেকে শুরু করে সাধারন মানুষও নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছে। এদিকে, দিপু ও শিপুর বড় ভাই অপু লালখাঁ, তক্কার মাঠ, উকিল বাড়ি মোড় এলাকায় মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা হিসেবে কাজ করছে। এছাড়া অপু এলাকার চিহ্নিত মাদক সেবী হিসেবেও পরিচিত। আর এসবই হচ্ছে ছোট ভাই পুলিশ সোর্স শিপুর মাধ্যমে। এই তিন ভাইয়েরে মাদক ব্যবসা বন্ধে পুলিশ সুপার ও জেলা র‌্যাব কমান্ডারের হস্তক্ষেপ দাবি করেছে ফতুল্লাবাসী।