নারায়ণগঞ্জ আনসার ক্যাম্পে হামলা, ফাঁকা গুলি, ২আনসার সদস্যসহ আহত-৫

133

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় আনসার ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। এসময় ক্যাম্পে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। ঘটনার নিয়ন্ত্রনে আনসার সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় দুই আনসার সদস্যসহ ৫জন আহত হয়েছে।

মেঘনা সেতুর টোল প্লাজার আনসার ক্যাম্পের আনসার কমান্ডার মো. মুসলিম মিয়া জানান, মেঘনা টোল প্লাজার টোল ফাঁকি দিয়ে এলাকায় কয়েকজন লেগুনা চালক নিয়মিত যাতায়ত করে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে আনসার সদস্য মেহেদী হাসানের সাথে লেগুনা যাত্রী ইসলামপুর গ্রামের আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনসার সদস্যের সাথে যাত্রীদের ধস্তাধস্তি হয়। পরে সন্ধ্যার দিকে আলী ও নুরার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে আনসার ক্যাম্পে হামলা চালায়। এসময় হামলাকারীরা ক্যাম্পে ইটপাকেল নিক্ষেপ করে। তাছাড়া হামলাকারীরা আনসার ক্যাম্পের আনসার কমান্ডার মো. মুসলিম মিয়া, সদস্য মানিককে পিটিয়ে আহত করে। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে ৩ পথচারী আহত হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আনসার সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে হামলাকীদের ছত্রভঙ্গ করে। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি ও আনসার বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের জানান, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আনসার বাহিনীর পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।