ফতুল্লার মাদক ব্যবসায়ীদের নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হত্যার হুমকি

139

ফতুল্লার মাদক ব্যবসা নিয়ে স্থানীয় একাধিক পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হত্যার হুমকী দিয়েছে পুলিশ সোর্স শিপুর বড় ভাই দিপু ও একাধিক হত্যা মামলার আসামী যুবদল ক্যাডার মুসলিম। গত মঙ্গলবার রাতে তারা প্রকাশ্যে এই হুমকী দেয় বলে স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে। এদিকে, এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তথ্যবহুল সংবাদ প্রকাশের পর মাদক ব্যবসায়ী দিপু ও মুসলিমের সহযোগী শিবলুকে (৩০) ইয়াবসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যুবদল ক্যাডার মুসলিম ও সোর্স শিপুর ভাই দিপু থানা পুলিশের ক’জন কর্মকর্তার নাম ব্যবহার করে ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সোর্স শিপুর মেজো ভাই দিপু দীর্ঘদিন ধরে থানা পুলিশের ক’জন দারোগার নাম ব্যবহার করে ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই মাদক ব্যবসার সাথে সহযোগী হিসেবে কাজ করছে স্থানীয় যুবদল ক্যাডার মুসলিম। আর এ নিয়ে স্থানীয় একাধিক পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশের পর গত মঙ্গলবার রাতে মাদক স¤্রাট দিপু ও যুবদল ক্যাডার মুসলিম সাংবাদিক মেরে ফেললে কী হয়? এবং এই সংবাদ যারা লিখেছে তাদের হত্যার হুমকী দেয়। স্থানীয়দের মতে, থানা পুলিশ ও বিশেষ পেশার কিছু মানুষের সহযোগীয়তা এসব মাদক ব্যবসায়ী ও কিলারা সাংবাদিকদেরহত্যার হুমকী দিতে সাহস পেয়েছে। তবে এসব অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের আরো বেশী সোচ্চার হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।  দিপু ফতুল্লা থানা পুলিশের এসআই নাহিদ ও এএসআই কামরুলের সোর্স শিপুর মেজো ভাই এবং মুসলিম যুবদল ক্যাডার। মুসলিমের বিরুদ্ধে যুবলীগ কর্মী কাদির, বিএনপি কর্মী আলকাসকে প্রকাশ্যে হত্যার অভিযোগ রয়েছে। ইতোপূর্বে ফতুল্লা মডেল থানার সাবেক পুলিশ কর্মকর্তা টাইগার ফারুক মুসলিমকে ডাকাত ইয়াসিন ও মাদকসহ গ্রেফতার করেছিল। সেই মামলায় এখনো তাদের নিয়মিত আদালতে হাজিরা দিতে হয়। সাংবাদিকদেন হত্যার হুমকীর ব্যাপারে জানতে দিপু ও মুসলিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়ায় যায়।