গাজীপুরে স্টার জলসা দেখতে বাধা দেয়ায় স্বামী খুন, স্ত্রীর যাবজ্জীবন

104

গাজীপুরে স্টার জলসা দেখতে বাধা দেয়ায় স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রিপা আক্তারের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ ৩ আগষ্ট বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার মো: শাহজাহানের পুত্র সোহরাব হোসেন স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রিপা আক্তার ও ছয় বছর বয়সী সন্তান নিলয়কে নিয়ে গাজীপুর মহানগরের তেলিপাড়ায় জনৈক মনিরের বাসায় ভাড়া থেকে এয়ারটেল মোবাইল ফোন কম্পানিতে চাকুরী করতেন। সোহরাব হোসেন ওরফে আমির হোসেন পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর এলাকার বাবু মেম্বারের মেয়ে নাহিদা আকন্দ রিপাকে ২০০৭ সালে বিয়ে করে। তাদের ঘরে নিলয়(৬) নামে একটি পুত্র সন্তান রয়েছে। বাদী শাহজাহান মামলায় উল্লেখ করেন, সোহরাব হোসেনের স্ত্রী রিপা আক্তার উশৃক্সখল প্রকৃতির ছিলেন।
ঘটনার দিন রাতে সোহরাব বাসায় ফিরে রিপা আক্তারকে টিভি চ্যানেল স্টার জলসা দেখতে দেখেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায় ২০১৫ সালের ৪ জানুয়ারী গাজীপুর মহানগরের তেলিপাড়ার ভাড়া বাসায় স্ত্রী রিপা আক্তারের ছুরিকাঘাতে স্বামী সোহরাব হোসেনের মৃত্যু হয়। এঘটনায় সোহরাবের বাবা শাহজাহান বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আল মামুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আদালতে ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে বুধবার এ হত্যা মামলার রায়ে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে আসামী রিপা আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। বিচারক একই সাথে দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের সশ্রম কারাদন্ড দেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো: হারিছঊদ্দিন আহম্মদ। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবি বেগম রওশন আরা খানম।