ফতুল্লায় জাতীয় শোক দিবস পালিত

136

যথাযোগ্য মর্যাদায় ফতুল্লায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সোমবার দিনব্যাপী কোরআন তেলোয়াত, জাতির জনকের ভাষণ, বিভিন্ন পাড়া মহল্লায় দুঃস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। তবে ফতুল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর কাঙ্গালী ভোজে স্থানীয় এমপি শামীম ওসমান রাজনৈতিক ও ব্যক্তিগত কারনে কোন স্পটে যেতে না পারলেও তার প্রতিনিধি হিসাবে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারন সম্পাদক শওকত আলী প্রতিটি এলাকায় ঘুরে কাঙ্গালীভোজের উদ্বোধন করেন এবং গরীব ও দু;স্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। তারা সকালে কাশিপুর হাটখোলা হতে যাত্রা শুরু করেন।পরে সাইফউল্লাহ বাদল ও শওকত আলীর নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল গাড়ি বহর নিয়ে ফতুল্লার বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদে অংশ গ্রহন করেন। কাশিপুর হাটখোলায় স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের উদ্যেগে আয়োজিত কাঙ্গালীভোজে উদ্বোধন করেন। এতে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শ্যামল। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জাহিদুল হক খোকন, কাশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এমএ সাত্তার প্রমুখ। মধ্যনরসিংপুর এলাকা স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যেগে দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সেলিম মিয়া, মনির হোসেন প্রমুখ।কাশিপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলামিনের উদ্যেগে দোয়া ও মিলাদসহ রান্না করা খাবার বিতরণ করেন এম সাইফউল্লাহ বাদল। পরে কাশিপুর খিলমার্কেট এলাকায় স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের উদ্যেগে মিলাদ ও দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান শ্যামল, বাংলাবাজার আমবাগান এলাকায় স্থানীয় আওয়ামীলীগের উদ্যেগে দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করেন। এতে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন যুবলীগ নেতা শ্যামল। ভোলাইল এলাকায় ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদের উদ্যেগে দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, মোক্তার হোসেন প্রমুখ। পরে তারা পঞ্চবটিস্থ ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থানা আওয়ামীলীগের উদ্যেগে মিলাদ, দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজিত অনুষ্ঠানে হাজির হন। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহসভাপতি শহিদুল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইসহাক, বদিউল আলম বদু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, ফতুল্লা থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি এমএ মান্নান, আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন প্রমুখ।ফতুল্লা ডিআইটি মাঠে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের উদ্যেগে দোয়া ও কাঙ্গালীভোজ আয়োজন করেন। এতে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, থানা ছাত্রলীগের সভাপতি আবু মো: শরীফুল হক, স্থানীয় মুরুব্বী মীর মোজাম্মেল আলী প্রমুখ। দাপা এলাকায় ফতুল্লা থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটনের উদ্যেগে দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করেন। নন্দলালপুরে থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম ইসহাকের উদ্যেগে দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। সস্তাপুরে আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের উদ্যেগে দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। মাসদাইরে মোস্তফা কন্ট্রাকটারের উদ্যেগের দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করেন। পশ্চিম মাসদাইর বাড়ৈভোগে আওয়ামীলীগ নেতা রঞ্জিত মন্ডলের উদ্যেগে কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।