প্রশ্ন করলেই আপনারা ক্ষেপে যান-গোলাম মোর্তোজা

112

প্রশ্ন করলেই তো আপনারা রেগে যান, ক্ষেপে যান। প্রশ্ন করি একটা ব্যাখ্যা করেন আরেকটা।

দেড় বছর পর অভিজিত হত্যাকান্ডের সন্দেহভাজনদের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করলেন।

আপনারা মনে করছেন ‘দেড় বছর’ পরও হত্যাকারীরা সেই চেহারাতেই আছে?

সন্দেহভাজনদের নাম ঠিকানা জানতে পারেন নি, প্রত্যাশা করেছেন জনগণ জানাবেন। প্রত্যাশাটা ভালো। তো এর জন্যে দের বছর সময় নিলেন কেন? এর আগে না বলেছিলেন, হত্যাকারীরা আপনাদের নজরদারিতে আছে। এও বলেছিলেন হত্যাকারীরা বিদেশে পালিয়ে গেছে।

সন্দেহভাজন হত্যাকারীরা ‘নজরদারি ‘তে থাকার পরও ধরলেন না, ধরতে পারলেন না? বিদেশে পালিয়ে গেল? ‘নজরদারি ‘- ব্যাপারটা আসলে কী?

গুলশানের হলি আর্টিজান ট্রাজিডির আসামীদের চিনেছেন -জেনেছন, গ্রেপ্তার সময়ের ব্যাপার বলেছেন। হাসনাত করিম ছাড়া কেউ গ্রেপ্তার হয়নি। তাহমিদের বিষয়টি চরম রহস্যজনক।

কী জানালেন, কী বুঝলেন? ‘সময়ের ব্যাপার ‘ মানে কী, সাগর -রুনীর মত সময়ের ব্যাপার?

এসপি বাবুল আক্তার বলছেন, বিশেষ পরিস্থিতিতে তিনি পদত্যাগ পত্রে সাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। এখন তিনি আবার চাকরি করতে চাইছেন।

আইজিপ বলছেন, বাবুল আক্তার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

সত্য বলার অপরাধে ধমক দেয়ার আগে,দয়া করে আপনারা একটু ভেবে দেখবেন, আপনাদের সম্পর্কে পাবলিক পারসেপশন কী তৈরি হচ্ছে?