মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১১ মিনিটে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মায়ানমারের মাওলাইক থেকে ৪০ কি. মি উত্তর পূর্বে, ভূপৃষ্ট থেকে ১০৬ দশমিক ৩ কি. মি. গভীরে।
রাজধানী ঢাকা থেকে এর উৎসস্থলের দুরত্ব ছিলো প্রায় ৮শ’ কি. মি.। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়।
এদিকে মৃদু ভূমিকম্প হলেও অনেকটা চাঁপা আতঙ্ক বিরাজ করছে নারায়ণগঞ্জবাসীর মাঝে।