সৌদি আরব বিশ্বের মধ্যে নিরাপদ দেশ

78

অ্যামেরিকার ইউএন ইউনিভার্সিটির পরিবেশ ও মানব নিরাপত্তা ইন্সটিটিউট এর এক গবেষণায় সৌদি আরব কে বিশ্বের প্রধান তিনটি সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।

যেখানে সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে ভানুয়াতু , টোংগা , ফিলিপাইন, বাংলাদেশ সহ অন্যান্য দেশের কথা উল্লেখ করা হয়েছে।

মার্কিন এক পত্রিকার গবেষণার সাথে তারা এক হয়ে বলেন, ভুমিকম্পন প্রবনতা, দাবানল ও এছাড়াও ভয়ঙ্কারি সুনামি এর মত প্রাকৃতিক দুর্যোগ এর হাত থেকে এই অঞ্চল পুরোপুরি মুক্ত থাকায় সৌদি আরব সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে এই অবস্থান অর্জন করতে পেরেছে।

সম্প্রতি প্রায় ১৭১ টি দেশের উপর গবেষণা করে এই ফলাফল প্রকাশ করে ওই ইন্সটিটিউট টি।

গবেষণার ম্যানেজার পেতেরম্যুক বলেন, বিশ্বের ১১৬টি দেশের মধ্যে ৫টি দেশ বসবাসের জন্য বেশি বিপদজনক। তার মধ্যে বাংলাদেশের নামও উল্ল্যেখ করা হয়েছে।