ধর্মীয় অভিযোগটি পলিটিক্যাল গেইম: শ্যামল কান্তি

34

ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগটি একটি পলিটিক্যাল গেইম বলে গণমাধ্যামকে জানিয়েছেন বন্দর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নারায়ণগঞ্জ সার্কিট হাউজে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য প্রদান করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

শ্যামল কান্তি বলেন, ‘আমার সাথে যে অবিচার করা হয়েছে আমি তার বিচার চেয়েছি। সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছি। আমি ধর্ম নিয়ে কোন কটুক্তি করি নাই। এটি ছিল পলিটিক্যাল গেইম।’

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হাফিজুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটির আরো তিনজন সদস্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও গোলাম নবী এবং নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সাক্ষ্য গ্রহণ করেন।

মঙ্গলবার লাঞ্ছনার শিকার শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ছাড়াও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মাসুদ, বন্দর থানার ওসি আবুল কালাম, বন্দর থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এম এ রশীদ, জেলা জাপা আহবায়ক আবু জাহের, বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মতিউর রহমান মিজু, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, স্থানীয় এলাকাবাসী আসাদ মিয়া, আবুল হাশেম, আবু বক্কর, জাহিদ খানের সাক্ষ্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সবার সামনে ওই শিক্ষককে কান ধরে উঠবস করান। এর এক পর্যায়ে শ্যামল কান্তি অসুস্থ্য হয়ে পড়েন। এরপর এই ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠে। পরে ওই রাতেই শ্যামল কান্তিকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরদিন শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. শফিউল আজমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকার পর গত ২০ মে পুলিশের প্রহরায় শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসা শেষে ফের স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন শ্যামল কান্তি।

সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।