মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী একটি মাজার সীলগালা করার প্রতিবাদে মানববন্ধন

62

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর এলাকায় প্রায় দুই শত বছর আগে গড়ে ওঠা ধর্মপ্রচারক মিরসাহেব এর মাজারটি সীলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান।

বুধবার সকাল ১০টার সময় বর্তমানে দায়িত্বে থাকা মোতয়াল্লী হাজি মোঃ সফি উদ্দিন আহাম্মেদ এর কাছ থেকে চাবি নিয়ে মাজারটির মূল ফটকে তালা লাগিয়ে সীলগালা করার বিষয়টি স্বীকার করে ইউ এন ও বলেন, এখানে দুটি পক্ষের সংঘাতের সম্ভবনার কথা বিবেচনা করে এই কাজটি করেছেন তিনি।

এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে মাজার গেট এলাকায় ভক্ত অনুরাগীরা মানববন্ধন কর্মসুচি পালন করেছেন। মাজারের মোতয়াল্লী হাজ্বি সফি উদ্দিনের দাবি কমিটির ঝামেলার বিষয় উচ্চ আদালতে বিচারাধিন। এই ব্যাপারে জানার পরে ইউ এন ও মাজার সীলগালা করে দিয়ে আইন অবমাননা করেছেন।