তিন নির্বাচন নিয়ে তৎপর আওয়ামী লীগ

83
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা এখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পরিষদের নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পরেছে। নেতাদের তৎপরতায় জেলা আইনজীবী সমিকির নির্বাচন রয়েছে। শুরু হয়েছে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপির নেতাদের তৎপরতা। এবারের আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের পুরো প্যানেলকে বিজয়ী করতে তৎপর রয়েছে আওয়ামী লীগের নেতারা। এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চলছে নানা গ্রæপি লবিং। এছাড়া নাসিক ও জেলা পরিষদের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নানা হিসেব নিকেষও চলছে বলে বিভিন্ন সূত্রে জানগেছে। নাসিক নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দু’টি অংশ মুখোমুখি অবস্থান করছে। দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের দুই নেতা মাঠে তৎপর রয়েছে। তবে দুই নির্বাচনে আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পায় এ নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। তবে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দৌড়ঝাপ শুরু হয়েছে। ইতোমধ্যে নাসিক নির্বাচনে মেয়র আইভী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন নির্বাচনী মাঠে তৎপর রয়েছে। ভিন্নি ভিন্ন সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রশাসক আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান, আড়াইহাজার আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের নাম শোনা যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচনে দল কাকে মনোনয়ন দেয় এটা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে নানা কৌতুহল দেখা দিয়েছে। অন্য একটি সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে মেয়র আইভী ও আনোয়ার হোসনের মধ্যে সমঝোতা হলে মেয়র আইভীকে নাসিকে ও আনোয়ার হোসেনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনিত করা হবে হতে পারে। তবে এটা নির্ভর করছে আওয়ামী লীগের হাই কমান্ডের উপর। জেলা আওয়ামী লীগের সভাপতি আ:হাই বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তা এ পদ ছাড়তে হতে পারে। আওয়ামী লীগের বিরোধ কমিয়ে আনতে এ পদে অন্যকাউকে বসানোর সম্ভাবনা রয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন। আওয়ামী লীগ ও বিভিন্ন সূত্রে জানাগেছে, চলতি বছরই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার এই দু’টি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ কওে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে। তবে তৎপরতা থেমে নেই নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে নিয়েও। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ইতোমধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। থেমে নেই মেয়র আইভীও। দু’জনই তাদের নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারনায় অংশ নিতে শুরু করেছে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে অনেক হিসেব নিকেশ চলছে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার সিদ্ধান্তে হিসেব পাল্টে গেছে। এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এ বিশেষ বর্ধিত সভা থেকে সমর্থন জানিয়েছেন। এছাড়া ২৯ অক্টোবরের সমাবেশ থেকেও আনোয়ার হোসেনকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন অপেক্ষা কেবল কেন্দ্রীয় নেতাদের সমর্থনের। তবে মেয়র আইভী ও আনোয়ার হোসেন উভয়ই দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। এ ক্ষেত্রে মেয়র আইভী দলীয় সভানেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। উল্লেখ্য, নভেম্বরের শেষে দিকে জেলা আইজীবী সমিতির নির্বাচনে, ডিসেম্বরের শেষে দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।