ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

47

বুধবার অনানুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ট্রাম্পকে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ওই বার্তা পাঠানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বার্তায় ট্রাম্পের নেতৃত্বগুণের প্রশংসা করে শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ই আপনার অনন্য সাধারণ নেতৃত্বগুণ এবং আমেরিকার জনগণ ও বিশ্ব মানবতার সেবা করার যোগ্যতার প্রমাণ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের উন্নয়ন দেখতে আসারও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী ট্রাম্পের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার অভিনন্দন বার্তায় ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সমৃদ্ধি কামনা করেছেন।