না`গঞ্জে পুর্নাঙ্গ নদী বন্দর গড়ে তোলা হবে: নৌ মন্ত্রী

59

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য একটি শক্তি অপতৎপরতায় ব্যস্ত রয়েছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি এবং জামাত একই সুত্রে গাথা, তারা আগুন আর জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বেসরকারী উদ্যোক্তাদের সরকারের সাথে উন্নয়নমুলক কাজে সমন্বয় করতে হবে। সরকার দেশের নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহন করেছে এবং নারায়নগঞ্জে একটি পুর্নাঙ্গ নদী বন্দর গড়ে তোলা হবে।

শনিবার বিকেলে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের প্রতিষ্ঠান মেঘনা শিপ বিল্ডার্স এন্ড ডকইয়ার্ডে নির্মিত দেশের সর্ববৃহৎ জাহাজ হোমট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১ উদ্ধোধনী অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান, স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের (বি আই ডব্লিউ টিএ) চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক, মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞাঁ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমূখ।

মন্ত্রী শাহ জাহান খান আরো বলেন, বাংলাদেশ আগে খাদ্য আমদানী করতো আর এখন রপ্তানী করে। বর্তমান সরকার দেশকে দারিদ্রমুক্ত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি সরকারের আমলে দেশের মাথাপিছু আয় ছিল ৫১৯ ডলার, বর্তমানে দাড়িয়েছে ১৪৬৬ ডলার। খাদ্য ঘাটতি কমেছে, বিদুৎ উৎপাদন বেড়েছে। বিদুৎ উৎপাদন আগের সরকারের রেখে যাওয়া ৩৭০০ মেঘাওয়াট থেকে বর্তমানে ১৪ হাজার মেঘাওয়াট ছাড়িয়েছে।