সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি লালচাঁন গ্রেফতার

49

সিদ্ধিরগঞ্জ বাজার রেল লাইন এলাকার গৃহবধূ মিতু আক্তার (২০) হত্যা মামলার প্রধান আসামি স্বামী মাদক ব্যবসায়ী লালচাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৪ টায় ঢাকার বায়তুল মোর্কারম এলাকা থেকে নিহতের পিতা মানিক ও চাচা কবির হোসেন স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক লালচাঁনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। ধৃত লালচাঁন ওই এলাকার মোঃ নূর ইসলামের ছেলে। গত ৩ নভেম্বর বিকেলে লালচাঁন তার স্ত্রী মিতুকে গলাটিপে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যায়। পরে নিহতের পিতা মোঃ মানিক মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই লালচাঁন পলাতক ছিল। মাদক ব্যবসা করতে নিষেধ করায় লালচাঁন তার স্ত্রী মিতুকে সব সময়ই নির্যাতন করতো। কিন্তু স্ত্রী বারবারই তার ব্যবসা ও মাদক সেবনে বাঁধা হয়ে দাঁড়ালে শেষ পর্যন্ত ঘটনার দিন গলা টিপে ধরলে এক পর্যায় মারা যায় স্ত্রী মিতু। পরে স্বামী লালচাঁন স্ত্রীর লাশ ঘরে রেখে দরজা লাগিয়ে বাহিরে ঘুরা ফিরা করতে থাকে। সন্ধার পর তার ননদ এসে ঘরে গিয়ে দেখে মিতুর নিথর দেহ পড়ে রয়েছে। তখন সে ডাক চিৎকার করতে থাকলে মিতুর মা এসে দ্রুত সাজেদা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সাজেদা হাসপাতালে না রাখলে মিতুকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে। তখন কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে জানায় হাসপাতালে নেওয়ার অনেক আগেই মিতু মারা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সামছুল আলম জানায়,বাদী পক্ষের লোকজন স্ত্রী হত্যা মামলার আসামি লালচাঁনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করা হবে।