উৎসব মুখোর হচ্ছে নাসিক নির্বাচন

82

দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হবেন আর বিএনপি থেকে কে মনোনয়ন পাবেন এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচারনায় ব্যস্ত রয়েছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরাও। প্রায় প্রতিদিনই নাসিককের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। নানা কৌশল অবলম্ভন করে অংশ নিচ্ছে নির্বাচনী কাজে। তবে বিএনপি নাসিক নির্বাচন নিয়ে অনেকটা রহস্যজনক নিবরতা পালন করলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগে মেয়র প্রার্থী নিয়ে জোর প্রচারনা শুরু হয়েছে আরো কয়েক মাস আগে থেকেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা মেয়র প্রার্থী নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে প্রচারনায় অংশ নিচ্ছে। আসন্ন নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ণ কে পাচ্ছে এ নিয়েও দলীয় কর্মী ও রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে চলছে নানা বিশ্লেষন। ইতোমধ্যে নাসিক নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুইগ্রæপই নিজ নিজ সমর্থিত মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারনা অব্যাহত রেখেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। আর তফসিল ঘোষণার পরই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগ ও বিএনপি থেকে কে হচ্ছে দলীয় প্রার্থী তা জানাযাবে। রাজনৈতিক বোদ্ধা মহলের মতে, বিগত নাসিক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনী প্রচারনা ও আলোচনা সব চেয়ে বেশী হওয়ায় নাসিকের ভোটার ও সাধারন মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আর এ কারণে এবারের নির্বাচন হবে অনেকটা উৎসব মুখোর পরিবেশে হবে। সূত্রমতে, দিন যতো সামনের দিকে অগ্রসর হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ততোই আগ্রহ বাড়ছে সাধারন মানুষের মধ্যে। নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নাসিকের প্রার্থী হতে আওয়ামী লীগ ও বিএনপি থেকে একাধিক ব্যাক্তি নাম শোনা যাচ্ছে। বিএনপি থেকে তেমন কোন জোরালো আলোচনা না শোনা গেলেও নাসিক নির্বাচন নিয়ে আওয়ামী লীগে সব চেয়ে বেশী আলোচনা-পর্যালোচনা হচ্ছে। আওয়ামী লীগ থেকে কেবল মাত্র মেয়র আইভী ও আনোয়ার হোসেনের নাম আলোচিত হচ্ছে। আসন্ন নাসিক নির্বাচনে কে হবেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিভিন্ন সভা-সমাবেশ করে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে নাসিক নির্বানে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিলেও এ দিক দিয়ে মেয়র আইভী অনেকটা নিরবতা পালন করছেন। তবে মেয়র আইভীর কর্মী সমর্থকরা মাঝে মধ্যে মেয়রের পক্ষে প্রচারনা অংশ নিয়ে থাকেন। অন্যদিকে, মেয়র প্রার্থীদের পাশাপাশি জমে উঠেছে নাসিককের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচারনা। ওয়ার্ড ভিত্তিক এলাকাগুলোতে প্রার্থীরা প্রায় প্রতিদিনই প্রচারনায় অংশ নিচ্ছে। শহরের বাইরের ওয়ার্ডগুলোর পাশাপাশি শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা নানা ভাবে প্রচারনায় অংশ নিচ্ছে। শহরের ১৮ নং ওয়ার্ডে কামরুল হাসান মুন্না, কবির হোসেন, আলহাজ্ব মাকসুদুর রহমান জাবেদ প্রায় প্রতিদিইন নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছে। এই ওয়ার্ডটিতে নির্বাচনী উৎসব শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ১৪ নং ওয়ার্ডে প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির, সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ময়না, বিন্নির কর্মী সমর্থকরা প্রতিদিনই নবর্িাচনী প্রচারনা অব্যাহত রেখেছে। ১৬ নং ওয়ার্ডে প্যানেল মেয়র হাজী ওবায়েদ উল্লাহ, ১৭ নং ওয়ার্ডে আব্দুল করিম বাবু, ওলি ও বর্তমান কাউন্সিলর আলমগীরের কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছে। আর এভাবে ধীরে ধীরে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। রাজনৈতিক বোদ্ধ মহলের মতে, এবারের নির্বাচন হবে সব চেয়ে বেশী উৎসব মুখোর।