বক্তাবলীতে মহিলা মাদক ব্যবসায়ী ও পতিতা সর্দারণী সুফিয়াসহ ৪ জন আটক

1620

বক্তাবলীর মহিলা মাদক ব্যবসায়ী ও পতিতা সর্দারণী সুফিয়ার বাড়ীতে পতিতা দিয়ে দেহ ব্যবসা করার সময় ৩০ পিস ইয়াবা ও সুফিয়াসহ ৪ জনকে আটক করেছে বক্তাবলী নৌ-ফাঁড়ী পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টায় পতিতা সর্দারণী সুফিয়ার বক্তাবলীর রাজাপুর গ্রামের বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। বক্তাবলীর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স ও এলাকার যুবদের সহযোগিতায় শুক্রবার সুফিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় পতিতা আমেনা(২৫), খদ্দের বক্তাবলীর রাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে হান্নান(৩৩) রামনগর গ্রামের মৃতসোহরাবের ছেলে রাসেল এবং নিজ বাড়িতে দেহ ও মাদক ব্যবসার অভিযোগে ফারুকের স্ত্রী পতিতা সর্দারণী সুফিয়াকে আটক করে। এলাকাবাসী জানায়, রাজাপুর এলাকার প্রভাবশালী ফারুকের স্ত্রী সুফিয়া (৩৫) দীর্ঘদিন যাবত তার নিজ বাসভবনে শহর ও আশেপাশের পতিতা ও মাদক ব্যবসায়ী দিয়ে দেহ ও মাদক ব্যবসা করে আসছে। সুফিয়ার স্বামী ফারুক এলাকার প্রভাবশালী আওয়ামী নামধারী কিছু নেতাদের ছত্রছায়ায় এসব অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে বলে কেউ তার প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। যদি নামধারী নেতাদের গ্রেফতার করা হয় তাহলে এলাকায় অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা এলাকায় থাকবে না। ঘটনার সত্যতা স্বীকার করে বক্তাবলীর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক নিউজ প্রতিদিন ডট নেটকে বলেন,সুফিয়া নিজ বাড়িতে দেহ ও মাদক ব্যবসা করছে এমন অভিযোগ জানতে পেরে তার  বাড়িতে অভিযান চালিয়ে সুফিয়াসহ ৪ জনকে আটক করি। তিনি আরো বলেন,বক্তাবলীর যুবকরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এটা অব্যহত থাকলে বক্তাবলীতে কোন প্রকার মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ হতেদেয়া হবে না।