সরকার দলীয় প্রার্থীকে ছাড় দিচ্ছে রিটার্নিং কর্মকর্তা- এড. সাখাওয়াত

56

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী একের পর এক নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছেন। অথচ তা দেখেও না দেখার ভান করছে নির্বাচন কমিশন। আমরা নিরপেক্ষ নির্বাচনের আশা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ পাবে। কিন্তু সরকার দলীয় প্রার্থী যেভাবে আচরণ বিধি লঙ্ঘন করছেন তাতে করে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনসাধারণের মধ্যে সংশয় তৈবি হয়েছে।

রবিবার বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন নগরীর টানবাজার, র‌্যালিবাগান, গলাচিপা, তল্লা ও ইসদাইর এলাকায় দলের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং উঠান বৈঠক করেছেন বলে জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সোমবার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্ধের পরই প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বিএনপি ও আওয়ামী লীগ প্রতীক বরাদ্দের পরই প্রচারণায় নামার ঘোষণা দিয়েছে।