সাকিবের ২০ শতাংশ জরিমানা

39

আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করার জন্য জরিমানা গুণতে হলো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানকে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ হয়নি সাকিবের। তিনি আম্পায়ারের দিকে যেভাবে তেড়ে গিয়েছিলেন তা দৃষ্টিকটু লেগেছে। এজন্য তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

খুলনা টাইটান্সের ইনিংসে প্রথম আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে আবু জায়েদের একটি এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন ঢাকার খেলোয়াড়রা। সবচেয়ে তেতে উঠতে দেখা যায় সাকিবকেই। আঙুল উঁচিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। যা ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে অগ্রহণযোগ্য।

ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার মাহমুদ ও নাদির শাহ সাকিবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ উঠে তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান ও চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমানের পক্ষ থেকেও। তবে সাকিব নিজের দোষ স্বীকার করে নেওয়ায় বড় শাস্তির মুখে পড়তে হয়নি। জরিমানার পাশাপাশি তার নামের পাশে দুটি ডিমোরিট পয়েন্ট যুক্ত হয়েছে।মঙ্গলবারের ম্যাচে খুলনাকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ঢাকা।