নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে ঘুষের টাকাসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।
দুর্নীতি দমন কমিশনার (দুদক) ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ার জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব ভূমি কার্যালয়ের উপসহকারি (ভূমি) কর্মকর্তা জানে আলম কাঁচপুরের সোনাপুর গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার কাছ থেকে তার মালিকানাধীন ২০ দশমিক ২৭ শতাংশ জমি নামজারি করতে ৪৫ হাজার টাকা উৎকোচ দাবি করে। জমির মালিক ৪৩ হাজার টাকা পরিশোধ করে দুদক কার্যালয়ে অভিযোগ করার পর দুদক কর্মকর্তারা ফাঁদ পেতে উৎকোচের অবশিষ্ট ২ হাজার টাকাসহ হাতেনাতে জানে আলমকে প্রথমে আটক করে সোমবার রাতে সোনারগাঁ থানায় সোপর্দ করে।
পরে দুদকের উপসহকারি পরিচালক দুর্নীতি দমন আইনে জানে আলমকে একমাত্র আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর তাকে পুলিশ এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের জৈষ্ঠ বিচারিক হাকিমের আদাতে পাঠায়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।