নির্বাচন সুষ্ঠু হওয়ায় ইসির ধন্যবাদ

35

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) সুষ্ঠু হওয়ায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রকিব উদ্দীন বলেন, আমরা সকাল থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সকল টেলিভিশনের খবর পর্যবেক্ষণ করেছি যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তবে আমরা কোথায় কোনো বিশৃঙ্খলার খবর পাইনি। আর যেগুলো পেয়েছি তার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের পদক্ষেপ সমূহ তুলে ধরেছেন সিইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ে ছিলাম। আমাদের ৯ জন কর্মকর্তা সেখানে ছিলেন। আমরা প্রচুর সংখ্যক সাংবাদিককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য সুযোগ দিয়েছি। তিনজনকে আমরা তাৎক্ষণিকভাবে ৮ হাজার টাকা করে জরিমানা করেছি।

আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচনী ফল মেনে নেওয়ার আগাম ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জনগণ যদি রায় মেনে নেয়, তাহলে বিশৃঙ্খলার কোনো সুযোগ থাকে না। আশা করব, দেশের পরবর্তী নির্বাচনগুলোতেও সবাই এভাবেই রায় মেনে নেবে।