আশকোনায় আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গি ৭ দিনের রিমান্ডে

63

রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গি জেবুন্নাহার শীলা ও তৃষ্ণা মনিকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকালে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সুলতানা এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা আড়াইটার দিকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। পরে বিকেলে পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পরিদর্শক সাইয়েদুর রহমান তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে পৌনে পাঁচটার দিকে আদালত প্রত্যেক আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে জেবুন্নাহারের কোলে দেড় বছরের শিশু এবং তৃষ্ণার কোলে চার মাসের শিশু ছিল। এই দুই শিশুকে নিয়ে ২৪ ডিসেম্বর তাঁরা আত্মসমর্পণ করেন। আসামিপক্ষে কোনও আইনজীবী ছিল না। রিমান্ড মঞ্জুর হওয়ার পর দুই আসামি পুলিশি হেফাজতে আদালত ত্যাগ করে।

জেবুন্নাহার মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি ও অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী। তৃষ্ণা পলাতক ‘জঙ্গি’ মঈনুল ওরফে মুসার স্ত্রী।