না’গঞ্জে পুলিশ বেষ্টনির মধ্যে মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচী কর্মসূচি পালন

66

পুলিশ বেষ্টনির মধ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচী পালন করলো নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। রবিবার বেলা ৩টায় নগরীর ডিআইটি এলাকার দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে।

কর্ম সূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রশাসনের উদ্দেশ্যে বলেছেন, আপনারা জনগনের সেবক। জনগনের প্রতি নিরপেক্ষ থেকে আপনারা দায়িত্ব পালন করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়। বর্তমান সরকার জনগনের কথা বলার অধিকার ও মিটিং মিছিল করার গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা দিয়ে নেতাকর্মীদেরকে নির্মমভাবে আহত করছে, গ্রেফতার করে মিথ্যা মামলা দিচ্ছে।

তিনি বলেন, আমি আজকের এই সভা থেকে নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করছি। সেইসাথে জনগনের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ৭ জানুয়ারী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়েছিলো বিএনপি। যেখানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো দলীয় চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার। কিন্তু সরকার সেই জনসভা করার অনুমতি দেয়নি। গত ৫ জানুয়ারী সারাদেশের বিএনপি নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আজকে আমরা সেইসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবী করছি।

কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা এড. আবু আল ইউসুফ খান টিপু, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেক, রাসেল আহমেদ মনির, হাজী ইসমাইল হোসেন, ফারুক হোসেন, আওলাদ হোসেন, মনির খান, মীর আলমগীর, সুমন হোসেন, শওকত আলী লিটন, ফেরদৌস আহমেদ, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, আলী নেওয়াজ, জাহাঙ্গির হোসেন, স্বপন চৌধুরী, মন্টু মেম্বার, রিপন খান, মনির হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা এইচএম আনোয়ার প্রধান, সাখাওয়াত হোসেন, বেলাল খান, হিমেল, ইশাণ, পলাশ, কৃষকদল নেতা উজ্জল হোসেন, আ: রাজ্জাক প্রমূখ।