নারায়ণগঞ্জ জেলা ও মাহানগর বিএনপির নতুন কমিটি নিয়ে ফুঁসতে শুরু করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। ইতোমধ্যে নতুন কমিটি বিরুদ্ধে গোপন বৈঠক করেছে বলে বিএনপির একাধিক সূত্রে জানাগেছে। কেন্দ্র থেকে ঘোষিত বর্তমান কমিটিকে মেনে নিতে পারছে না জেলা ও মহানগর বিএনপির অনেক নেতাকর্মীরা। যারা এতো দিন রাজপথে সক্রীয় ছিল তাদের নাম বাদ দেয়ায় নেতারা ফুঁসে উঠেছে। ইতোমধ্যে মহানগর বিএনপির নেতা আ: মজিদ বর্তমান কমিটি নিয়ে তার বক্তব্য তুলে ধওে গুমাধ্যমে বিবৃতি প্রেরণ করেছেন। তিনি বর্তমান কমিটি মানেন না বলে দাবি করেছেন। তার বক্তব্য, দলেল যারা ত্যাগী নেতা তাদের বাদ দিয়ে ক্ষমতাসীন দলের আতাঁতাকারী, বিদ্রোহী ও সংস্কারপন্থি হিনেবে পরিচিতদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মাহনগর বিএনপির কমিটিগঠন করা হয়েছে। এ ক্ষেত্রে তৃনমূলের কোন মতামত নেয়া হয়নি বলেও তিনি দাবি করেছেন। এদিকে,নারায়ণগঞ্জ বিএনপির কমিটি নিয়ে দলের ভেতরে বিদ্রোহের সুর বেজে ওঠায় এ নিয়ে বিএনপিতে নতুন করে অস্থিরতার আশঙ্কা করছে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। জেলা ও মহানগর বিএনপির বর্তমান কমিটি নিয়ে যে ক্ষোভ তা প্রকাশ্যে রূপ নিবে। আর এই ক্ষোভ সংঘাতের দিকে ধাবিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধা মহল। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে, বর্তমান কমিটি ঘোষণার মধ্যদিয়ে নারায়ণগঞ্জ বিএনপি ধ্বংসের পায়তারা চলছে। তাদের অভিযোগ, মাদক থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাÐে সম্পৃক্ত রয়েছে এমন বহুজনকে দুই কমিটির মধ্যে পদায়ন করা হয়েছে। আর উপেক্ষা করা হয়েছে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকা অনেক ত্যাগী ও সক্রিয় নেতাকে। তবে গঠিত বিএনপির জেলা ও মহানগর কমিটিতে যারা স্থান পেয়েছে তাদের অনেকেই সাশক দলের দালাল হিসেবে পরিচিত। সূত্র বলছে, জেলা বিএনপিতে ঘাতক নূর হোসেনর ঘনিষ্ঠজন থেকে শুরু করে বিএনপির কর্মীদের উপর হামলা, গুলি বর্ষণ করা ব্যক্তিরাও স্থান পেয়েছে। শুধু স্থানই নয়, গুরুত্বপূর্ণ পদের তাদের পদায়ন করা হয়েছে। আবার দীর্ঘ রাজনৈতিক জীবনের মাঠে দেখা যায়নি এমন ব্যক্তিদেরকেও গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। যা মেনে নিতে পারছে না বিএনপির অনেকেই। জেলা ও মহানগর বিএনপির মাঠ পর্যায়ের কর্মীদের মতে, জেলা ও মহানগর বিএনপির বর্তমান কমিটিতে যারা রয়েছে তাদেও বেশীর ভঅগই নিস্ক্রীয় নেতা হিসেবে পরিচিত। বর্তমান পদধারী নেতাদেও মধ্যে বিগত দিনের সরকার বিরোধী আন্দোলনে নামেনি। ওনসময় অনেক নেতা ক্ষমতাসীন দলেল নেতাদের সাথে বিভিন্ন সভা-সমাবেশে দেখা গেছে। কেউ কেউ ক্ষমতাসীন দলেল নেতাদের সাথে আতাঁত করে প্রকাশ্যে চলাফেরাও করেছে। আর যারা দলের হয়ে আন্দোলন করতে গিয়ে জেল,জুলুম ও নির্যাতন সহ্য করেছে তাদেরকে এবারের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। বিএনপির কর্মীদের প্রশ্ন তবে কি জেলা ও মাহাগর বিএনপির কমিটি ক্ষমতাসীন দলেরই আতাঁতের ফসল? তবে জেলা ও মহানগর বিএনপির কমিটি নিয়ে দলের ভেতরের ত্যাগী নেতাদের ফুঁসে উঠেছে। যে কোন সময় প্রকাশ্যে এই কমিটির বিরুদ্ধে বিদ্রাহী করা হবে বলে বিএনপির বিভিন্ন সূত্রে জানাগেছে। কমিটি নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থা নেয়া নেতাদেও মধ্যে সংঘাতের আশঙ্কা করছে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। রাজনৈতিক বোদ্ধা মহলের মতে, নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেয়ায় আগামীতে বিএনপির জন্য কঠিন সময় অপেক্ষা করছে। সামনের দিকে বিএনপির রাজনীতি সংঘাতের দিকে ধাবিত হব।








