মহানগর যুবদলের মিছিলে পুলিশের হামলা

92

শহর প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কুমিল্লায় মিথ্যা মামলায় চার্জশীট দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বৃহস্প্রতিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নগরীতে প্রধান ব্যানিজিক এলাকা নিতাইগন্জ্ঞের  আলাউদ্দিন খান সিটি ষ্টেডিয়ামে বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিলটি  বের হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগর ভবন,মন্ডলপাড়া ও ডিআাইটি বানিজ্যিক এলাকা অতিক্্রম করে দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ মিছিলে লাঠি চার্জ শুরু করে।পুলিশী বাধা পেড়িয়ে মিছিলটি এগিয়ে গেলে পুলিশী হামলায় যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ.যুবদল নেতা জুলহাস,মনির,আল-আমিন,ইউনুছ খান বিপ্লব,পিন্টু ,আফতাব, সুমন,শহীদ ও এড.ভাসানী সহ ১০ জন আহত হয়।এসময় আহত অবস্থায় আহবায়ক খোরশেদকে টেনে হিছড়ে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা তাকে ছিনিয়ে রাখে।
বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে আলাউদ্দিন খান সিটি ষ্টেডিয়ামে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক সানোয়ার হোসেন বলেন,দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিনত হয়েছে।সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই মামলা দিয়ে হয়রানি করছে।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর খোরশেদ বলেন, কুমিল্লায় মনগড়া মিথ্যা মামলায় অভিযোগপত্র দেয়ার প্রতিবাদ জানিয়ে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতীয়তাবাদী শক্তিকে ধংস  করার জন্য হীন ষড়যন্ত্র ও কূটকৌশলের নিরবচ্ছিন্ন অংশ হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে কুমিল্লায় মনগড়া মিথ্যা মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে। এ সরকার ও তাদের প্রভুদের নীলনকশার অংশ হল খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযোগপত্র দাখিল। তৈমূর আরো বলেছেন,খালেদা জিয়াকে বন্ধী করে আওয়ামী লীগ চায় এদেশে স্থায়ী বাকশালী একদলীয় শাষন কায়েম করতে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার সকল ষড়যন্ত্র নসাৎ করে গনতন্ত্র পুনুরুদ্ধার করবে ইনশাল্লাহ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক রানা মুজিব, মাসুদ রানা,সরকার আলম,মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন খোকন শাহ, সাগর প্রধান, জুয়েল রানা,সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সহ-সভাপতি সেলিম মিয়া, সোহেল খান বাবু,পনির হোসেন,হুমাযুন,মাহাবুবু,আকতার হোসেন,সজীব খন্দকার, বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বোরজাহান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন,সহ-সভাপতি গাজী মনির,যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পিন্টু,জাহাংগীর আলম,ইন্জিনিয়ার শামছুল হক,নুরু মিয়া,মোঃইব্রাহিম,ফয়সাল মাহমুদ,হাফেজ রহিম,মন্জু মিয়া,বোরহান, মহানগর যুবদল নেতা রিটন দে, ইউনুছ খান বিপ্লব,আব্দুর রহমান, মাহাবুব হাসান জুলহাস, ইসলেউদ্দীন ইসা,সরকার লিমন মোঃশহীদ,মোঃমিঠু আহম্মেদ, ওসমান গনি, আল আমিন খান, মুহিন আহম্মেদ রিপন, মহিদ্দিন শুভ,দেলোয়ার হোসেন দেলু, সরকার মুজিব,আল-মামুন,জানে আলম দুলাল,আফতাবউদ্দিন  সহ কয়েকশত নেতাকর্মীদের নিয়ে এ শোডাউন করা হয়।