কালো ছায়া বাংলাদেশ কে গ্রাস করতে চাইছে: শিল্পমন্ত্রী

75

শহর প্রতিনিধি
জঙ্গীবাদের মধ্য দিয়ে একটা কালো ছায়া আবারো বাংলাদেশ কে গ্রাস করতে চাইছে ।  সাম্প্রদায়িকতা সহ নানা রকমের হামলার মধ্য দিয়ে আজ দেশের উন্নয়নের ধারা কে ব্যাহত করতে চাইছে সেই ৭১ এর পরাজিত শক্তির দোসর রা। বাংলাদেশের মানুষ আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবন্ধ আছে বলেই সরকার সাহসিকতার মাধ্যমে জঙ্গীবাদ নির্মূলে কাজ করছে । ৭১ এর পরাজিত অপশক্তি, রাজাকারের দলেরা আজ রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করতে না পেরে জঙ্গীবাদের পথ বেছে নিয়েছে, তারা আজ জঙ্গীবাদীতার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে কিন্তুু তা সম্ভব না -এই কথা গুলো বলেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু । বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নাঃগঞ্জের মর্গ্যান গার্লস স্কুল এ্যান্ড কলেজে সংর্বধনা ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তার বক্তব্য তিনি উপরোক্ত কথা গুলো বলেন। আমির হোসেন আমু আরো বলেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্না সেতু করছে এতেই প্রমানিত হয় বাংলাদেশ এখন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বয়ং সম্পন্ন দেশে পরিনত হচ্ছে । মর্গ্যান গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঃগঞ্জ (৫) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নাঃগঞ্জ (৪) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড.হোসনে আরা বাবলী । উক্ত অনুষ্ঠানের সংবর্ধনা পর্বে শিল্প মন্ত্রী আমির হোসেন আমু , স্কুল পরিচালনা কমিটির সভাপতি, নাঃগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, নাঃগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং স্কুল পরিচালনা কমিটির সদস্য শারমীন হাবিব বিন্নী নাঃগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দেন । এসময় আরো উপস্থিত ছিলেন নাঃগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ্ মোঃ নিজাম, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, নাঃগঞ্জ জেলা ছাএলীগের সভাপতি শাফায়েত আলম সানি,,মহানগর মুক্তিযোদ্ধ প্রজন্মলগের সভাপতি মাসুম আহমেদ সুমন,সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ রিপন, সাংগঠনকি সম্পাদক মোস্তাহিদ খান, যুগ্ম সম্পাদক সোহেল মাহমুদ, নূর হোসেন, ডা: কামরুল হাসান প্রমুখ। অপরদিকে ফতুল্লার লালখাঁ এলাকায় অবস্থিত হৃদয় গ্রুপের একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তার পাশে ছিলেন  সুপ্রিম কোর্টের বিচারপতি জহিরুল হক, প্রতিষ্ঠানের কর্নধর তৈয়ব হোসেন,ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন,শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য মোস্তফা কামাল প্রমুখ।