সোনারগাঁয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত

72

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁয়ে গতকাল শনিবার (২৫ মার্চ) পৌরসভার চিলারবাগ পার্কে অবস্থিত বিজয় স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন, উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পথ নাটক ‘বিবেক’ মঞ্চায়নের মধ্যদিয়ে জাতীয় গণহত্যা দিবস-২০১৭ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) রুবায়েত হায়াত শিপলু, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনী, সাবেক থানা কমান্ডার সুলতান আহমেদ মোল্লা বাদশা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম মোস্তফা, কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যক্ষ আমির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার সিরাজুল হক ভ‚ঁইয়া, অর্থ কমান্ডার আব্দুল বাতেন মোল্লা, সহকারি কমান্ডার দেওয়ান উদ্দিন চুন্নু, মফিজুল ইসলাম খাঁন, জামান মোল্লা, আব্দুল মজিদ ও নূর মোহাম্মদ মোল্লাসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম মুকুল, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ বিদ্যুৎ, সাধারণ সম্পাদক গোলজার হোসেন ভ‚ঁইয়া প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করে শোক র‌্যালী করা হয়।