নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৪ জনের জেল-জরিমানা

182

নারায়ণগঞ্জে মাদকবিরোধী জোরালো অভিযানে আটক ১৪ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে সরকারী তোলারাম কলেজের সাবেক এজিএস তাসলিম হোসেনও রয়েছেন। বাকিরা চিহিৃত মাদক বিক্রেতা। দন্ডপ্রাপ্তদের মধ্যে একই পরিবারের ৪ ভাই-বোনও আছেন।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানা সম্মিলিতভাবে এ অভিযান চালায়। এসময় জেলা গোয়েন্দা পুলিশ তাদের সহযোগিতা করে।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- জাবেদ (৪৫), সোহেল (২৭), মাহে রমজান (২৬), সালাউদ্দিন (৩০), রানা (২৬), রকি (২৩), রোকসানা আক্তার (২০), মনির হোসেন মরণ (৬৫), আফসানা আক্তার লিপি (২৫), হৃদয় (২০), খোকন মিয়া (৩৭), শহীদুল (২০), খলিলুর রহমান (৩০) ও তাসলিম হোসেন।

এদের মধ্যে সোহেল, সালাউদ্দিন, রকি, মনির হোসেন মরণ, খোকন মিয়া, শহীদুল ও খলিলুর রহমানকে মাদক সেবন করার অপরাধে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।  রানা, রোকসানা, আফসানা আক্তার লিপি, হৃদয় প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বাকিদের নিয়মিত মাদক মামলায় আদালতে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান টাইমস জানান, অভিযানে আটকের পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিবিকাশ ও মো: জাহাঙ্গীর আলম  উভয়ের ভ্রাম্যমান আদালত আটককৃতদের অপরাধ অনুযায়ী জেল-জরিমানা করেন।

সূত্র জানায়,  জাবেদ (৪৫) মাসদাইর বাজার এলাকার মৃত সুলতান মিয়ার, সোহেল (২৭) গলাচিপা কলেজ রোডের মৃত কামাল মিয়ার, মাহে রমজান (২৬) ১৫২/২ কলেজ রোডের মজিবুর রহমানের, সালাউদ্দিন (৩০), রানা (২৬), রকি (২৩) ও রোকসানা আক্তার (২০) পশ্চিম দেওভোগ এলাকার আলাউদ্দিনের পুত্র ও কন্যা, মনির হোসেন মরণ (৬৫) পশ্চিম দেওভোগ এলাকার মৃত এনায়েত আলী ওরফে এনা মিয়ার পুত্র। আফসানা আক্তার লিপি (২৫) একই এলাকার মান্না মিয়ার স্ত্রী, হৃদয় (২০)  একই এলাকার ইলিয়াস মাতবরের, খোকন মিয়া (৩৭) ২৬২/২ পশ্চিম দেওভোগের নিয়ত আলীর ছেলে।

দন্ডপ্রাপ্তদের মধ্যে শহীদুল (২০) ও খলিলুরের (৩০) বাড়ি সিরাজগঞ্জ জেলায়। এরা দু’জন নগরভবনের কর্মচারী। শহীদুল সিরাজগঞ্জের জিআর মোড়ের আব্দুল মজিদ মিয়ার ও খলিলুর রহমান (৩০) একই জেলার একডালা এলাকার মৃত মোজাম্মেলের পুত্র।