পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১১ মে রাতে শবে বরাত পালিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার থেকে গণনা শুরু হবে শাবান। এ হিসেবে ১৪ শাবান দিবাগত রাত অর্থাৎ ১১ মে পালিত হবে লাইলাতুল বরাত বা ভাগ্যরজনী।
বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। উপস্থিত ছিলেন ধর্ম সচিব আবদুল জলিল, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
মুসলমানরা বিশ্বাস করেন, শবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি কাটান মুসলমানরা। শবে বরাতের পরের দিন নফল রোজা রাখেন অনেকে।
শবে বরাত উপলক্ষে আগামী ১২ মে শুক্রবার সরকারি ছুটি।








