অপহরণের ৩ বছর পার হলেও আজও খোঁজ মেলেনি মামুনের

69

গত ১০/০৫/২০১৪ তারিখ সকাল ০৯.০০ টায় ফতুল্লার লামাপাড়া হতে অপহরণ হয় চাঁদপুর জেলার মতলব উত্তর থানার অর্ন্তগত শাখারীপাড়া গ্রামের স্কুল ছাত্র মামুন (২২)। জানা যায়, ৯ম শ্রেণীতে লেখাপড়া করার পর সে লেখাপড়া বন্ধ করে দেয়। স্থানীয় গ্রামের রকমত আলীর কন্যা তাসলিমা (২০) এর সাথে তার প্রেমের সর্ম্পক ছিল। তাসলিমার ভাই রফিক বিষয়টি জানতে পেরে তাসলিমাকে ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়াস্থ জনৈক আলহাজ¦ সালাউদ্দিন মিয়ার বাড়ীর নিচতলায় তাসলিমার খালা আমেনা বেগমের ভাড়া বাসায় রেখে আসে। পরে তাসলিমা একটি গার্মেন্টেসে চাকুরী নেয় এবং মামুনের সাথে প্রেমের সর্ম্পক বজায় রাখে। ১০/০৫/১৪ তারিখ সকালে মামুন ফোন পেয়ে তাসলিমার খালা আমেনার বাসায় তাসলিমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য চলে আসে। তারপর মামুন নিখোঁজ হয়। এ ঘটনায় মামুনের পিতা মোঃ আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার মামলা নং-২৩ তাং-০৯/০৫/১৬ ধারা-৩৬৪ দন্ডবিধি দায়ের করেন। মামলাটি থানা পুলিশ তদন্ত করার পর বর্তমানে নারায়ণগঞ্জ সিআইডি মামলা তদন্ত করছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখনও অপহৃত মামুনের কোন খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও মামুনের কোন সন্ধান না পাওয়ায় তার পরিবারের লোকজন হতাশাগ্রস্থ। মামুনের পিতা আবুল কালাম (০১৮৩৯-৫৪৬৮১৭) তার ছেলেকে কেউ খুজে পেলে সন্ধান দেয়ার আকুল আবেদন জানিয়েছেন।