মাদকের সাথে জড়িতদের বালুরচর ইউনিয়নে জায়গা নেই-আবু বকর সিদ্দিক

163

জীবনকে ভাল বাসুন মাদককে না বলুন। মাদকের বিরুদ্ধে লড়বো আমরা বেশ, মাদক হবে এদেশ থেকে শেষ। একটি পরিবারকে ধংশ করার একজন মাদকাসক্তই যতেষ্ঠ। আজকের মাদক সেবী আগামী দিনের মাদক বিক্রেতা। মাদক নির্মূলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মাদক ক্যান্সারের চেয়েও ভয়াবহ। মাদকের সাথে জড়িতদের বালুরচর ও বক্তাবলী পরগনায় জায়গা হবে না।

শনিবার সকাল ১০টায় বালুর চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরুধী সমাবেশে বালুর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর প্রধাণ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কালীনগর হাজী তাইজুদ্দিন নূরানী কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান (খোকন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকৌশরী রুহুল আমীন,আই সিটি অফিসার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মতিউর রহমান,গাজী সালাউদ্দিন,আনিছুর রহমান,ভিপি আলমগীর, এড.আল আমীন সিদ্দিকী,মোঃ নাছির হোসেন,হাজী মোঃ জয়নাল আবেদীন,সাহাবউদ্দিন বাদল, আবজাল হোসেন মেম্বার, মোঃ দুলাল মেম্বার,সাবেক মেম্বার আজগর আলী,আমজাদ হোসেন,শিশির আহম্মেদ দুলাল, আঃ আজিজ,আবজাল হোসেন,মোঃ রিপন,ইদ্রিস আলী,আবুল, হোসেন ভুট্রো, মোসলেউদ্দিন,হারুন রশীদ সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী, মোহসেনিয়া ইসলামি দাখিল মাদ্রাসা, কালীনগর মৌলভী নিজামউদ্দিন দাখিল মাদ্রাসা,কালিনগর হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়, ছমিনগর হোছাইনিয়া মাদ্রাসা,আল এহসান নাগরিক সেবা,ধ্রুব ফাউন্ডেশন,বাডর্স এবং ইসলাম ও আমরা এই সংগঠন গুলো তাদের সাথে একত্রতা ঘোষনা করে র‌্যালী, পথ সভা ও সমাবেশে অংশ গ্রহণ করে।