ম্যাজিষ্ট্রেট আসবে বলে, পোষ্ট অফিস মোড়ের সব ফামের্সী বন্ধ!

105

নিজস্ব প্রতিবেদকঃ ম্যাজিষ্ট্রেট আসার খবরে ফতুল্লা পোষ্ট অফিস মোড়ে অবস্থিত সবগুলো ওষুধের ফামের্সী বন্ধ করে আত্মগোপনে চলে যায় ফামের্সীর মালিকরা।

স্থানীয়দের মতে, এসব ফামের্সীগুলোর সঠিক কাগজ নাই এবং নিষিদ্ধ অনেক ওষুধ বিক্রি করে থাকে, যে কারণে ম্যাজিষ্ট্রেট আসার খবর এসব ওষুধের দোকনোর মালিক-কর্মচারীরা তাদের নিজ নিজ ওষুধের ফাসমর্সী বন্ধ করে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় অবস্থিত সবগুলো ওষুধের ফামের্সীতেই পাশ্ববর্তীদেশ ভারতের নিষিদ্ধ ওষুধ বিক্রি হচ্ছে দেদারছে। যে কারনে তাদের মধ্যে সব সময় আতঙ্ক বিরাজ কেরে। শুধু ওষুধ ফামের্সীই নয়, এখানে দুইটি ডায়াগোনষ্টিক সেন্টার রয়েছে, এই দুইটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় ম্যাজিষ্ট্রেট আসার খবরে। এসব ফামের্সী ও ডায়াগোনষ্টিক সেন্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। এ ব্যাপারে সিভিল সার্জনের হস্তক্ষেপ চেয়েছে তারা।