বগুড়ার চার স্থানে “দেশ সমাজ কল্যান” সংগঠনের ত্রাণ বিতরন

55

 

নিজস্ব প্রতিবেদকঃ স্বরণ কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষের কষ্ট লাঘবে “দেশ সমাজ কল্যান সংগঠন” নামে একটি সামাজিক সংগঠন গত ২৪ ও ২৫ আগস্ট বগুড়ার চারটি স্থানে ত্রাণ বিতরন করেছে। বগুড়ার ধনুট, কামালপুর, রাহাদাও সহ চারটি স্থানের পানি বন্দি অসহায় মানুষকে শুকনো খাবার ও খাবার স্যালাইন বিতরন করা হয়। ৪০ জনের টিম এ ত্রাণ বিতরন কার্যক্রমে অংশ গ্রহণ করেন। সকলের সহযোগীতায় প্রায় তেরশ মানুষের হাতে ত্রান পৌচ্ছে দিয়েছে “দেশ সমাজ কল্যান সংগঠন”।

যমুনা নদীর ওপারে রাহাদাও এলাকায় চার পাশে পানি থই থই করলেও এখানে কোন ত্রান আসেনি বলে জানান স্থানীয়রা। দেশ সমাজ কল্যান সংগঠনই প্রথম তাদের হাতে ত্রাণ পৌছে দিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা পারুল বেগম। সামান্য কিছু ত্রাণ নিতে বহু দূর থেকে শত শত মানুষকে নৌকা, টলারে ছুটে আসতে দেখা গেছে। বাঁচার জন্য খাদ্য ঔষধ তাদের খুবই প্রয়োজন। দেশ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি ও সাংবাদিক নূরে আলম জীবন বলেন, মানুষের সেবা করার সুযোগ পেয়ে রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি। সকলের সহযোগীতায় আমরা ত্রাণ পৌচ্ছে দিতে পেরেছি। অনেকের কাছেই আমাদের হাত পেতে চাইতে হয়েছে, নিজের জন্য নয়, মানবতার জন্য। আল্লাহর অশেষ রহমতে অনেকেই আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এখানে যে ত্রাণ নিয়ে গিয়েছি তা যেন তাদের কষ্টময় জীবনের কাছে কিছুই না। তাই সমাজের সকলের কাছে অনুরোধ, যার যার সামার্থ মত যেন তাদের পাশে দাঁড়াতে পারেন। এ ত্রাণ কার্যক্রমে সহযোগীতা করেছে, সাইফুল ইসলাম বুলবুল, মো: হাসান, মো: রবিন হোসেন, সাইফুল ইসলাম সুফল, মো: মুন্না, জাকারিয়া, ফারুক হোসেন শ্রাবণ, মাজহারুল ইসলাম আকাশ, ইকবাল হোসেন, রাসেল হোসেন প্রমুখ।