নাসিক প্যানেল মেয়র হলেন বিভা, মতি ও মিনু

112
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নির্বাচনে প্যানেল মেয়র-১ হিসেবে সংরক্ষিত ৬ আসনের (১৬, ১৭, ১৮ নং ওয়ার্ড) কাউন্সিলর  আফসানা আফরোজ বিভা, প্যানেল মেয়র-২ হিসেবে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি এবং প্যানেল মেয়র-৩ হিসেবে সংরক্ষিত ৪ আসনের (১০, ১১, ১২ নং ওয়ার্ড) মিনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন।
বুধবার দুপুরে নগর ভবনে নাসিকের ৫ম মাসিক সভায় মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ৩৬ কাউন্সিলর ভোট দেন।
প্যানেল মেয়র-১ হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করা  বিজয়ী প্রার্থী নাসিক সংরক্ষিত ৬ আসনের (১৬, ১৭, ১৮ নং ওয়ার্ড) কাউন্সিলর  আফসানা আফরোজ বিভা পেয়েছেন ১৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল করিম বাবু পেয়েছেন ১৩ ভোট এবং ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ পেয়েছেন ৬ ভোট ।
প্যানেল মেয়র-২ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।
প্যানেল মেয়র-৩ হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করা বিজয়ী প্রার্থী নাসিক সংরক্ষিত সংরক্ষিত ৪ আসনের (১০, ১১, ১২ নং ওয়ার্ড) মিনোয়ারা বেগম পেয়েছেন ১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী হিসেবে ছিলেন, সংরক্ষিত ৫ আসনের (১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড) কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি পেয়েছেন ১৪ ভোট এবং সংরক্ষিত ৩ আসনের (৭, ৮, ৯ নং ওয়ার্ড) কাউন্সিলর আয়েশা আক্তার দিনা ৮ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণা শেষে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী জানান, নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট । যারা নির্বাচিত হয়েছেন সকলেই আমার সহকর্মী । যে যার যোগ্যতা অনুযায়ী নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদ নির্বাচন সম্পর্কে মেয়র বলেন, এ নির্বাচনে আমার কাছের প্রার্থী জয়ী হওয়াতে আমি আনন্দিত। আমি জনগনের প্রার্থী, ভবিষৎ এ জনগণের সাথে সমন্বয় এবং সকল আন্তরিকতা রেখে কাজ করবো। এবং আশা করবো আমার কাজে সকল কাউন্সিলরা আন্তরিকতার সাথে সহযোগীতা করবেন।
বিজয়ী প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা বলেন, আমাকে আমার সম্মানিত কাউন্সিলর সহকর্মীরা নির্বাচিত করায় আমি তাদেও প্রতি আমি কৃতজ্ঞ এবং খুশি। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো।
প্যানেল মেয়র-২ হিসেবে নির্বাচিত মতিউর রহমান মতি বলেন, আমাকে আমার সহকর্মীরা সম্মান দেখানোয় আমি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছি। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
সংরক্ষিত প্যানেল মেয়র-৩ হিসেবে নির্বাচিত মিনোয়ারা বেগম বলেন, আমাকে নির্বাচিত করায় আমি অত্যন্ত খুশি। আমি আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবো।
উল্লেখ্য,  গত বছরের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রাথী ডা. সেলিনা হায়াৎ আইভী। অন্যদিকে ২৭টি ওয়ার্ড কাউন্সিলর পদের মধ্যে ১৩টিতে জয় পেয়েছিলো আওয়ামী লীগ ও ১২টিতে জয় পেয়েছে বিএনপি। জাতীয় পার্টি ও বাসদ পেয়েছিলো একটি করে ওয়ার্ড।
আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ১ নং ওয়ার্ডের  মো. ওমর ফারুক, ৩ নং ওয়ার্ড: শাহ্জালাল বাদল, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী হাসান আলা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহাম্মদ সাগর, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মদ দুলাল।
আওয়ামীলীগ মনোনিত নির্বাচিত সংরক্ষিত নারী কাউন্সিলর ১, ২, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদা  মোজাফফর, ৪, ৫, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম, সংরক্ষিত ১০, ১১, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মিনোয়ারা বেগম, ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, ১৯, ২০, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শিউলী নওশাদ, ২২, ২৩, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাওন অঙ্কন।
অপর দিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল  হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্ট, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূইঁয়া, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ড:  মো. সামছুজ্জোহা, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল। এবং সংরক্ষিত আসন ৭, ৮, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ড আফসানা আফরোজ বিভা, ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর হোসনে আরা।
বাসদ থেকে নির্বাচিত প্রার্থী ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিৎ বরণ বিশ্বাস এবং জাতীয় পার্টির মনোনিত  প্রার্থী হিসেবে নির্বাচিত ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, প্যানেল মেয়র নির্বাচনটি অন্যান্য নির্বাচন থেকে ব্যতিক্রমীভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। এ নির্বাচনে মেয়র, ২৭ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর ৯ সর্বমোট ৩৭ ভোটের মাধ্যমেই প্যানেল মেয়র-১, ২ এবং ৩ নির্বাচিত করা হয়। তবে এ নির্বাচনের প্রকাশ্যে কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি বা হয় না। অনেকটা ঘরোয়া ভাবেই সকলের পরামর্শক্রমে বা কেউ আপত্তি করলে  সভার মাঝেই ভোট গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার নাসিকের পঞ্চম মাসিক সভায় প্যানেল মেয়র নির্বাচন নির্বাচিত করা হলো।  প্যানেল মেয়র- ১ মেয়রের অবর্তমানে দায়িত্ব পালন করবেন।