র‌্যাবের অভিযানে ২ জঙ্গী আটক

67
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার রামপুরা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ এর একটি দল। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ ও ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, একটি দেশীয় অস্ত্র,জঙ্গীবাদি বই এবং লিফলেট উদ্ধার করা হয়। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব-১১এর অতিঃ পুলিশ সুপার মোঃ সাকিল আহমেদ ¯^াক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী  নিয়মিত অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাত থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এবং ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সৈয়দ রায়হান কবির রায়হান ওরফে বাবুকে (২৮) কে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি চাপাতি,জঙ্গীবাদী বই ও কিছু লিফলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ঢাকার রামপুরা এলাকা থেকে মোঃ ফয়সার রহমান মোয়াজ ওরফে আবু দোজানা (২৯) কে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায় গ্রেফতার কৃত সৈয়দ রায়হান এবং মোঃ ফয়সাল ২০১৩ সালে রাহাত নামে এক জঙ্গীর মাধ্যমে আনসার আল ইসলাম এ যোগদান করেন এবং জঙ্গীর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরবর্তীতে সে নারায়ণগঞ্জ ও ঢাকার রামপুরা, বনশ্রী এলাকায় জঙ্গী সংগঠনটির সমš^য়ক হিসেবে কাজ শুরু করে। এছাড়াও সে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা হতে সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহের কাজ করতো। গ্রেফতারকৃদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।