বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে ফতুল্লা প্রেস ক্লাব ও থানার সামনে বিক্ষোভ

71

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা পোষ্ট অফিস রোড এলাকার দিপ্তি ডাইংয়ের মালিক রফিকুল ইসলাম অরুফে বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেছে। শনিবার বিকেলে পোষ্ট অফিস রোড থেকে একটি মিছিল বের হয়ে ফতুল্লার মডেল থানার সামনে অবস্থান নিয়ে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা নব্য গফফাদার টিপু ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, জয়নগর ও দিপ্তি ডাইংয়ের মধ্যে অবস্থিত সরকারী রাস্তাটি দীর্ঘ ২ বছর ধরে বন্ধ করে দিয়ে মানুষ চলাচলে প্রতিবন্ধকতা করেন দিপ্তি ডাইংয়ের মালিক রফিকুল ইসলাম টিপু। এ নিয়ে এলাকাবাসী একাধিক বার প্রতিবাদ জানালেও টিপু প্রতিবাদকারীদের নানা ভাবে ভয়ভিতি দেখিয়ে আসছিলো। গত ৮ জানুয়ারী এলাকারা দেলোয়ার হোসেন রাস্তা বন্ধ রাখার প্রতিবাদ জানালে নব্য গডফাদার টিপু তার ভাই সাপ্পু, ভাগ্নে রায়হান,রাজিবসহ বেশ কিছু ভাড়াটে সন্ত্রাসী দেলোয়ারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

দেলোয়ারের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা দেলোয়ার গুরুতর আহত অবস্থায় প্রথমে খানপুর ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। টিপুর বিরুদ্ধে ভূমিদস্যুতা, চেকজালিয়াতি, সন্ত্রাসী লালনসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তার সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এলাকাবাসী ঝাড়– মিছিলও করেছিলো। উল্লেখ্য, বরিশাইল্যা টিপু সাবেক এমপি কবরীর সময়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের ফ্যাক্টরীতে হামলা চালিয়েছিলো বলেও অভিযোগ রয়েছে।