নারায়ণগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নাসিক মেয়র আইভীসহ আহত-২০

304

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরে হকারদের ঠেকাতে রাস্তায় নামার পর মেয়র আইভী ও শামীম ওসমানের সমর্থক হকারদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর সাধুপৌলের গির্জার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নগরজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা হকার ও শামীম ওসমানপন্থী লোক ছিল। তবে ঠিক কারা কারা এ হামলায় অংশ নেয় তা এখনও জানা যায়নি। তবে ভয়ে মানুষ ছোছুটি করতে গিয়ে মেয়র আইভী রাস্তায় পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়র আইভী আহত হয়ে মাটিতে পড়ে যাওয়ার পরই তার সঙ্গে থাকা নগরবাসী উত্তেজিত হয়ে হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালায়। এরপরই চাষাড়ার দিক থেকে কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়। পরে আইভীপন্থী লোকজনও পাল্টা গুলি করে।

এতে করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দুই সাংবাদিক শরিফুদ্দিন সবুজ, তাপস সাহসহ অন্তত ২০ জন আহত হন।